ইসরাইলের সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি: ইরান
-
নাসের কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উন্নত সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
নাসের কানয়ানি আরও বলেছেন- বর্ণবাদী ইসরাইল সামরিক পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে বাধা দিচ্ছে এবং পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে সই করা থেকে বিরত রয়েছে। এ কারণে ইসরাইল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। পরমাণু অস্ত্র বিস্তার রোধের ক্ষেত্রেও দখলদার শক্তি বড় ধরণের বাধা।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরানের প্রতিনিধি হিসেবে মোহসেন নাজিরি-কে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে কানয়ানি বলেন, ১৯৫৭ সালের ২৯ জুলাই ইরানে পরমাণু শক্তি সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। ঐ নিয়োগের বার্ষিকীতেই এই সংস্থায় ইরান নতুন নিয়োগ দিয়েছে। নতুন প্রতিনিধির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
কানয়ানি আরও বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আমরা আশা করছি। এ ক্ষেত্রে কোনো ধরণের বৈষম্য গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।