মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো প্রতিরোধ: ইরানের প্রেসিডেন্ট
-
রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ।
ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদ ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয় উপলক্ষে গতকাল ফার্সি ২৩ মোরদাদকে 'ইসলামি প্রতিরোধ' দিবস হিসেবে ঘোষণা করেছে।
এ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানেই আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেখানেই সম্মান ও স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।
মুসলিম বিশ্বের নানা সমস্যা বিশেষকরে ফিলিস্তিনি ইস্যুতে প্রতিরোধই কেবল সমাধান এনে দেবে বলে তিনি মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট রায়িসি, কাসেম সোলাইমানি ও হোসাইন হামেদানিসহ শহীদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরানিরাসহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীদের আত্মত্যাগের কাছে ঋণী।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।