সব ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী ভালো চুক্তি হবে না
(last modified Fri, 19 Aug 2022 02:43:15 GMT )
আগস্ট ১৯, ২০২২ ০৮:৪৩ Asia/Dhaka
  • ইরান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ফটো)
    ইরান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সব বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো ভালো এবং দীর্ঘ স্থায়ী চুক্তি হতে পারে না। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আল-বুসাইদির সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ফোন আলাপে আব্দুল্লাহিয়ান এ কথা বলেন।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে ভিয়েনা সংলাপে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করার ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

একটি দীর্ঘস্থায়ী এবং গ্রহণযোগ্য চুক্তির ব্যাপারে ইরানের আন্তরিকতা ও সদিচ্ছার কথা তুলে ধরে আমির আবদুল্লাহিয়ান বলেন, “আমেরিকার মন্তব্য এবং মতামত পাওয়ার পর আমরা ভিয়েনা আলোচনার নতুন পর্যায়ে প্রবেশ করব। তবে ইরানের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং ইরানের রেড লাইনের প্রতি সম্মান দেখাতে হবে।”

টেলিফোন আলাপে ওমানি পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, একটি সন্তোষজনক ফলাফলের জন্য সব পক্ষ সহযোগিতামূলক পদক্ষেপ নেবে।

গত সোমবার পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, ইরান এবং পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে চুক্তি হতে যাচ্ছে যার মাধ্যমে ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল হবে।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ