ইরানে অনুষ্ঠিত হচ্ছে যৌথ বাহিনীর ড্রোন মহড়া
আগস্ট ২৫, ২০২২ ১৮:৪৯ Asia/Dhaka
-
ইরানে অনুষ্ঠিত যৌথ বাহিনীর ড্রোন মহড়া
ইরানে অনুষ্ঠিত যৌথ বাহিনীর ড্রোন মহড়ার আজ দ্বিতীয় দিন। গতকাল (বুধবার) থেকে ইরানে পাইলটবিহীন সামরিক বিমান বা সামরিক ড্রোনের বিশাল মহড়া শুরু হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নিচ্ছে। আর ইরানের সশস্ত্র বাহিনীর চার শাখা এবং যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথম একযোগে ড্রোনের মহড়া চালাচ্ছে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ