লেবানন চাইলে আরও জ্বালানি পাঠাবে ইরান
লেবাননে আরও জ্বালানি পাঠাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। লেবাননের আরব সোশালিস্ট বাথ পার্টির মহাসচিব আলী হিজাজি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি।
তিনি আরও বলেছেন, লেবাননের প্রতি ইরানের সমর্থন রয়েছে। লেবাননের সরকার জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিয়ে ইরানে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদল পাঠালেই বিষয়টি বাস্তবায়ন হবে।
এ সময় আরব সোশালিস্ট বাথ পার্টির মহাসচিব আলী হিজাজি বলেন, গোটা অঞ্চলের পরিচিতিতে পরিবর্তন আনার বড় ষড়যন্ত্রসহ বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র নস্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরান।
লেবাননকে জ্বালানি দেওয়ার কারণেও ইরানের প্রশংসা করেন লেবাননের এই নেতা।
গত এক বছর ধরে আর্থ-রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে লেবানন। গত বছর বৈরুতে ব্যাপক বিস্ফোরণের পর জ্বালানি সংকট তীব্র হয়ে ওঠে, বেড়ে যায় ডলারের মূল্য। এ অবস্থায় লেবাননের হিজবুল্লাহর প্রচেষ্টায় ইরান সেদেশে কয়েক দফায় জ্বালানি তেল পাঠিয়েছে। চরম সংকটে সেখানে ইরানি জ্বালানির প্রবেশকে প্রতিরোধ ফ্রন্টের জন্য একটা বড় বিজয় হিসেবে দেখা হয়।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।