ইরান ও রাশিয়া পর্যটন খাতে সহযোগিতা চুক্তি সই করবে
-
ইরানে রুশ পর্যটকদের একটি দল (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে এবং একটি চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। ইরানের পর্যটন মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
ইরানি মন্ত্রণালয়ের মার্কেটিং ও আন্তর্জাতিক পর্যটন কার্যালয়ের প্রধান লেয়লা আহজারি গতকাল (সোমবার) জানান, ইরান ও রুশ কর্তৃপক্ষ একটি টেকনিক্যাল মিটিংয়ে খসড়া চুক্তির কপি বিনিময় করতে একমত হয়েছে যার প্রেক্ষাপটে দু দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই হবে।
আহজারি জানান, এমওইউয়ের আওতায় ইরান ও রাশিয়ার মধ্যে প্রশিক্ষণ ও শিক্ষাসফর বিনিময় এবং প্রদর্শনীসহ অনেক কিছু থাকবে। তিনি বলেন, রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ট্যুরিজমের কাছে ইরান এমওইউয়ের খসড়া হস্তান্তর করবে।
এ বিষয়ে ৩১ আগস্টের বৈঠকে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। এ আলোচনার ভিত্তিতে ইরান ও রাশিয়া দু দেশের কিছু পর্যটকের ক্ষেত্রে ভিসামুক্ত সফরের চুক্তি বাস্তবায়ন করবে। ২০১৭ সালে দু দেশের মধ্য এ বিষয়ে একটি চুক্তি হয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/৬