সম্ভাব্য পরমাণু সমঝোতায় কোনো ধরনের অস্পষ্টতা মেনে নেবে না ইরান: মারান্দি
নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ক ভিয়েনা আলোচনায় ইরানের প্রতিনিধি দলের উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, ইসলামি ইরান সম্ভাব্য সমঝোতায় কোনো ধরনের অস্পষ্টতা মেনে নেবে না।
বোরেল সম্প্রতি পরমাণু সমঝোতা লঙ্ঘনে মার্কিন ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আশা কমে এসেছে। কেননা আলোচনায় ঐকমত্য হওয়ার পরিবর্তে বরং দূরত্ব আরো বেড়েছে। ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মাদ মারান্দি বলেছেন, জোসেফ বোরেল হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের আস্থাভাজন ব্যক্তি এবং তিনি হয়তো এটা ভুলে গেছেন যে নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যেই ভিয়েনায় আলোচনা চলছে যে নিষেধাজ্ঞা ইরানের বেশিরভাগ মানুষকে টার্গেট করেছে এবং দুর্দশায় নিপতিত করেছে। অথচ ইরান ওই সমঝোতা পুরোপুরি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
প্রকৃতপক্ষে, বোরেলের এ বক্তব্য গত সপ্তাহে দেয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেরই অনুরূপ। মার্কিন ওই কর্মকর্তা ইরানের জবাবকে অগঠনমূলক বলে অভিহিত করেছিলেন। তিনি এও বলেছিলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে ইরানকে অবশ্যই তার প্রতিশ্রুতি অনুযায়ী চলতে হবে।
প্রকৃতপক্ষে, পরমাণু বিষয়ক আলোচনায় সমন্বয়কারী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন গত আট আগস্ট ভিয়েনা আলোচনার বিষয়বস্তুগুলোকে চূড়ান্ত অভিহিত করে তা সব পক্ষের কাছে উত্থাপন করেছিল যাতে ২০১৮ সালে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় বর্তমান বাইডেন প্রশাসন।
কিন্তু সমস্যা হচ্ছে অতীতে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের বহু উদাহরণ রয়েছে এবং ইউরোপও পরমাণু সমঝোতা অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করেনি। অথচ ইরান শুরু থেকেই সব প্রতিশ্রুতি মেনে চলে আসছিল। এ অবস্থায় ইরান জানিয়ে দিয়েছে নতুন যে কোনো সমঝোতায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা থাকতে হবে যাতে ইরান অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা পেতে পারে। কারণ নতুন সমঝোতায় যদি এ নিশ্চয়তা বা স্বচ্ছতা না থাকে তাহলে প্রতিপক্ষ আবারো এর অপব্যবহার করবে এবং ইরানের অধিকার পদদলিত করবে। ইরান মনে করে পরমাণু সমঝোতার ব্যাপারে পাশ্চাত্যের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ নতুন কিছু নয়।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি সংবাদ সম্মেলনে বলেছেন, নিশ্চয়তা প্রদান, ইরানের পক্ষ থেকে যাচাই বাছাই এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল নতুন করে পরমাণু সমঝোতা হতে পারে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।