জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের যৌথ বিবৃতি: ইরানের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i113120-জার্মানি_ফ্রান্স_ও_ব্রিটেনের_যৌথ_বিবৃতি_ইরানের_প্রতিক্রিয়া
ইউরোপীয় তিন শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অ-গঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৮:৫৩ Asia/Dhaka

ইউরোপীয় তিন শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অ-গঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে।

ইউরোপীয় ওই ত্রয়িকার সাম্প্রতিক বিবৃতিকে অগঠনমূলক এবং সৎ উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। কূটনৈতিক প্রক্রিয়া ধ্বংস করার দিকে না গিয়ে বরং অবশিষ্ট ইস্যুগুলোতে মতভেদ কীভাবে দূর করে সমাধানের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে এই দেশগুলোকে পরামর্শ দেন তিনি।

নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা সম্পর্কে ইউরোপীয় ওই তিন দেশের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন জনাব কানয়ানি। তিনি বলেন: এটা খুবই দু:খজনক এবং বিস্ময়কর যে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন ভিয়েনা আলোচনা একটি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছিলো সেই সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন উদ্ভট এক পদক্ষেপ নিয়ে দীর্ঘ আলোচনার কাঙ্ক্ষিত ফলাফলকে সুদূর পরাহত করে তুলেছে। ‌ইউরোপীয় এই তিন দেশ ইহুদিবাদী ইসরাইলের পথেই পা বাড়িয়েছে যারা সবসময় আলোচনাকে ভণ্ডুল করে দিতে উঠেপড়ে লেগেছিল। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তার পরিণতির দায়ভারও ওই তিন দেশকে মেনে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা আলোচনায় ৪+১ গ্রুপে ইউরোপের তিনটি দেশ রয়েছে। ওই তিন দেশ-জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স-কে একত্রে 'ইউরোপীয় ত্রোয়িকা' বলে অভিহিত করা হয়।

এই তিন ইউরোপীয় দেশ গতকাল একটি যৌথ বিবৃতি দিয়েছে। ওই যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে: ইরান সংবেদনশীল কূটনৈতিক সুযোগকে কাজে লাগায় নি। তারা আরও ভিত্তিহীন অভিযোগ তুলেছে যে, ইরান উল্টো তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক স্তর থেকে আরও উন্নত পর্যায়ে বিস্তার ঘটিয়ে কূটনৈতিক সুযোগ হাতছাড়া করেছে।

ত্রোয়িকার ওই বিবৃতিতে ভিয়েনা আলোচনা ভেস্তে যাবার আশংকার জন্য ইরানকে দায়ি করা হয়েছে। সেইসঙ্গে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে বাইডেনের ব্যর্থতার প্রতি কোনোরকম ইঙ্গিত না করে বলা হয়েছে: ইরান চলমান টানাপোড়েনের আগুনে ঘি ঢেলেছে এবং আইএইএ'র সঙ্গে ইরান সহযোগিতা করে নি ইত্যাদি। ইরানের উত্তেজনা বৃদ্ধিকারী এইসব পদক্ষেপ কী করে মোকাবেলা করা যায় সে সম্পর্কে ত্রোয়িকা তাদের আন্তর্জাতিকক অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের ভিয়েনা আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি বলেছেন: ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করে নি এবং চুক্তি থেকে বের হয়েও যায় নি। তিনি বলেন ইউরোপীয় তিন দেশ ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স হোয়াইট হাউসের নীতি অনুসরণ করছে।

পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানসহ ইরানের কর্মকর্তারা এ বিষয়ে তেহরানের দৃঢ় অবস্থানের ওপর জোর দিয়েছেন।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।