আলবেনিয়ায় সাইবার হামলার দাবি প্রত্যাখ্যান করছি: ইরান
-
নাসের কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আলবেনিয়ায় সাইবার হামলার দাবি আমরা প্রত্যাখ্যান করছি।
ইরান থেকে সাইবার হামলা চালানো হয়েছে এই অভিযোগ করে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া।
নাসের কানয়ানি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে আলবেনিয়ার দাবি প্রত্যাখ্যান করে আরও বলেছেন, ইরান নিজেই এ পর্যন্ত বহু বার সাইবার হামলার শিকার হয়েছে। এর আগে ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কোনো দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র ২০১৫ সালের প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন ইরানের এই মুখপাত্র।
সম্প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া এবং জোরপূর্বক ইরানি দূতাবাসে তল্লাশি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির সরকারের এ ধরণের পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান সরকার।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।