‘পশ্চিমাদের উদ্যোগে আইএইএর ইরানবিরোধী বিবৃতি লজ্জাজনক’
https://parstoday.ir/bn/news/iran-i113300-পশ্চিমাদের_উদ্যোগে_আইএইএর_ইরানবিরোধী_বিবৃতি_লজ্জাজনক’
আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী বিবৃতিকে ‘অগঠনমূলক ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সাইয়্যেদ মাহদি হোসেইনি মতিন বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৯:৫০ Asia/Dhaka
  • লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সাইয়্যেদ মাহদি হোসেইনি মতিন
    লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সাইয়্যেদ মাহদি হোসেইনি মতিন

আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী বিবৃতিকে ‘অগঠনমূলক ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সাইয়্যেদ মাহদি হোসেইনি মতিন বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

মতিনের টুইটার বার্তায় বলা হয়েছে, যখন  আমেরিকা ও ইসরাইলের সন্ত্রাসী পদক্ষেপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে তখন আইএইএতে ইরানের বিরুদ্ধে একটি অগঠনমূলক ও লজ্জাজনক বিবৃতি প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও আমেরিকা।

তিনি আরো বলেন, যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে আলোচনা চলছে তখন এ ধরনের বিবৃতি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরর পশ্চিমা দেশগুলোর সদিচ্ছাকে মারাত্মক প্রশ্নবিদ্ধ করে এবং এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরের আশা সুদূর পরাহত হয়ে যায়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ৫৬ সদস্যদেশের মধ্যে বোর্ড অব গভর্নর্সের সদস্য সংখ্যা ২৩। গত বুধবার ওই বোর্ডের ত্রৈমাসিক বৈঠক থেকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রস্তাবে ইরানের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে আইএইএকে সহযোগিতা না করার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়।

আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহসেন নাজিরি আস্‌ল

এদিকে আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহসেন নাজিরি আস্‌ল তার দেশের ব্যাপারে ভুল সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার মূল দায় আমেরিকার। কারণ, মার্কিন সরকার ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গিয়ে এই অচলাবস্থা সৃষ্টি করেছে। কিন্তু ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ওই দায় থেকে অব্যাহতি দেয়ার জন্য ইরানবিরোধী বিবৃতি প্রকাশ করে বিশ্বজনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।