ইরানের সঙ্গে দ্বৈত ও হঠকারী আচরণ করলে ইইউ জবাব পাবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i114128-ইরানের_সঙ্গে_দ্বৈত_ও_হঠকারী_আচরণ_করলে_ইইউ_জবাব_পাবে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইউরোপীয় দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি ইরানের সঙ্গে দ্বৈত, হঠকারী ও অবিবেচনাপ্রসূত আচরণ করে তাহলে তেহরান তার জবাব দেবে। তিনি গতকাল (বুধবার) ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুয়িজি দি মায়োর সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০২২ ০৭:১৬ Asia/Dhaka
  • ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুয়িজি দি মায়ো- ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুয়িজি দি মায়ো- ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইউরোপীয় দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি ইরানের সঙ্গে দ্বৈত, হঠকারী ও অবিবেচনাপ্রসূত আচরণ করে তাহলে তেহরান তার জবাব দেবে। তিনি গতকাল (বুধবার) ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুয়িজি দি মায়োর সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

টেলিফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এবং ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতি পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমর্থন ও হস্তক্ষেপমূলক আচরণ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো।এর প্রতিবাদ জানানার জন্য সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ইরানে পাবলিক বাসে আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা (সাম্প্রতিক ছবি)

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার দেশের পূর্ণ আস্থা রয়েছে বলেই জনগণের যেকোনো ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়েছে তেহরান। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় পশ্চিমাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনকে সহিংসতা ও নৈরাজ্যের দিকে নিয়ে গেছে এবং নিরপরাধ মানুষ, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের প্রাণ সংহার করেছে।

আব্দুল্লাহিয়ান সরাসরি বলেন, কোনো কোনো ইউরোপীয় নেতার আচরণে আমরা ক্ষুব্ধ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি ইরানের সঙ্গে দ্বৈত, হঠকারী ও অবিবেচনাপ্রসূত আচরণ করে তাহলে তারা যেন তেহরানের পক্ষ থেকেও একই ধরনের আচরণের অপেক্ষায় থাকে।  

এ সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী মায়ো বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আইনের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে এবং যারা ইরানে গোলযোগ সৃষ্টি করে তাদের প্রতি ইতালির কোনো সহমর্মিতা নেই।শিগগিরই পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।