ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিক আটক
https://parstoday.ir/bn/news/iran-i114166-ইরানের_সাম্প্রতিক_নৈরাজ্যে_উস্কানিদাতা_দুই_ফরাসি_নাগরিক_আটক
ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০২২ ০৭:১৮ Asia/Dhaka
  • আটক দুই ফরাসি নাগরিক
    আটক দুই ফরাসি নাগরিক

ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।

এক নারীসহ আটক দুই ফরাসি নাগরিক সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় পর্যটকের ছদ্মাবরণে ইরানের প্রবেশ করেন। এরপর তারা ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকে নৈরাজ্য সৃষ্টিকারী দাঙ্গায় রূপ দিতে আপ্রাণ চেষ্টা চালান। পুলিশের হাতে আটক ব্যক্তিরা টেলিভিশন ক্যামেরার সামনে স্বীকারোক্তি দিয়েছেন।

ফ্রান্সের বৈদেশিকি নিরাপত্তা সার্ভিসের এই দুই কর্মী তাদের স্বীকারোক্তিতে বলেন, তারা ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে আঘাত করার জন্য এদেশে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।