কোপেনহেগেনের ইরান দূতাবাসে হামলা; ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব
https://parstoday.ir/bn/news/iran-i114204-কোপেনহেগেনের_ইরান_দূতাবাসে_হামলা_ড্যানিশ_রাষ্ট্রদূতকে_তলব
কোপেনহেগেনের ইরান দূতাবাসে এক সশস্ত্র ব্যক্তির হামলার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকার কারণে তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক শুক্রবার ড্যানিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে ডেকে পাঠান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২২ ০৬:৫১ Asia/Dhaka
  • কোপেনহেগেনে ইরান দূতাবাস (ফাইল ছবি)
    কোপেনহেগেনে ইরান দূতাবাস (ফাইল ছবি)

কোপেনহেগেনের ইরান দূতাবাসে এক সশস্ত্র ব্যক্তির হামলার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকার কারণে তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক শুক্রবার ড্যানিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে ডেকে পাঠান।

এ সময় কোপেনহেগেনে ইরান দূতাবাস ও ইরানি কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তেহরানের তীব্র অসন্তোষের কথা ড্যানিশ রাষ্ট্রদূতক জানানো হয়।তাকে বলা হয়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ব্যাপারে ডেনমার্ক সরকারের দায়িত্ব অত্যন্ত পরিষ্কার। তেহরান আশা করছে, ড্যানিশ সরকার বিদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পালন করবে।

এ সময় ড্যানিশ রাষ্ট্রদূত কোপেনহেগেনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ইরান দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি ইরানের প্রতিবাদের কথা যত দ্রুত সম্ভব কোপেনহেগেনে পৌছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

ডেনমার্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুর

গতকাল (শুক্রবার) কোপেনেহগেনে সশস্ত্র ‌এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের ওপর হামলা চালায়। ডেনমার্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুরের সঙ্গে টেলিফোনে এ সম্পর্কে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। কী করে একজন সশস্ত্র সন্ত্রাসী দূতাবাস এলাকায় ঢুকলো সে বিষয়ে তিনি সার্বিক খোজখবর নেন এবং দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেন।

তিনি বলে, খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে ইউরোপের প্রাণকেন্দ্রে একজন নারী রাষ্ট্রদূতের ওপর এভাবে আক্রমণ করা হয় এমনকি পুলিশও সময়মতো ঘটনাস্থলে উপস্থিত থাকে না। নাদিপুর জানান, হামলাকারী দূতাবাস অঙ্গণে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ক্ষতি করে। রাষ্ট্রদূত আরও বলেন, দুর্ভাগ্যবশত পূর্ব-সতর্কতা সত্ত্বেও ডনিশ পুলিশ অনেক দেরিতে দূতাবাসে পৌঁছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।