আইএইএর ইরানবিরোধী প্রতিবেদনের প্রতিক্রিয়া
সকল পরমাণু তৎপরতা আইএইএর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে: ইরান
-
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশের সকল পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আইএইএ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন করে অভিযোগ উত্থাপন করার পর তিনি এ ঘোষণা দিলেন।
আইএইএ’র একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সম্প্রতি প্রতিস্থাপিত সিক্সথ জেনারেশনের সেন্ট্রিফিউজ দিয়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। প্রতিবেদনে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ সম্পর্কে মোহাম্মাদ ইসলামি বলেন, আইএইএ সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ইরানের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির কথাই তুলে ধরা হয়েছে; নাতাঞ্জ পরমাণু স্থাপনার খবর ইরানই আইএইএ’কে দিয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তার দেশ আইএইএ’র সদস্য এবং এনপিটি চুক্তিতেও স্বাক্ষর করেছে। কাজেই এদেশের সকল পরমাণু তৎপরতা আইএইএর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইরান কোন্ স্থাপনায় কখন কী উদ্দেশ্যে কোন্ তৎপরতা চালাতে চায় তা আইএইএ’কে আগেভাগে জানিয়ে দেয়া হয়।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।