আমেরিকা ইরানের দারখুইন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের চেষ্টা করেছিল: মোহাম্মাদ ইসলামী
-
মোহাম্মাদ ইসলামী (ডানে)
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামী বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ১২ বছর আগে দারখুইন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমাদের যুবসমাজ এবং বিজ্ঞানীরা সাহায্য করেছে, এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ অব্যাহত ছিল।"
শহীদ খাররাজির স্মরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আজ (শুক্রবার) এ কথা বলেন।
মোহাম্মাদ ইসলামী আরো বলেছেন, দারখুইনে ৩০০ মেগাওয়াটের কারুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ দেশের উন্নয়নের একটি প্রতীক। বিশ্বের দাম্ভিক শক্তিগুলো ভালো করেই জানে যে, ইরানে শহীদদের পথ অব্যাহত রয়েছে এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও এই পথ থামবে না।
তিনি বলেন, শত্রুরা অর্থনৈতিক চাপের মাধ্যমে আমাদের দেশ এবং জনগণকে হতাশ করতে অন্যায্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইরানি জাতি দৃঢ়ভাবে তা মোকাবেলা করে যাচ্ছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আরও বলেন: "গোটা বিশ্ব জানে যে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জ্ঞান ও প্রযুক্তি অর্জন করেছে। কোনো চাপের কাছেই ইরান নতিস্বীকার করবে না।
মোহাম্মাদ ইসলামী জোর দিয়ে বলেন, শত্রুদের জানা উচিত তারা বিজ্ঞানীদের হত্যা করে এবং নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখা যাবে না।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।