মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানে ১০ ব্যক্তি গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/iran-i114904-মোসাদের_সঙ্গে_সহযোগিতার_অভিযোগে_ইরানে_১০_ব্যক্তি_গ্রেপ্তার
দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০২২ ২৩:৫৮ Asia/Dhaka
  • মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানে ১০ ব্যক্তি গ্রেপ্তার

দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।

এসব ব্যক্তির বেশিরভাগই পশ্চিম আজারবাইজান প্রদেশে কর্মরত ইরানি গোয়েন্দা বাহিনীর সদস্যদের চিহ্নিতকরণ, অপহরণ, নির্যাতন ও তাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টার সঙ্গে জড়িত ছিল।

ইরানের বিচার বিভাগের তথ্য কেন্দ্র থেকে বলা হয়েছে, ইসরাইলি গুপ্তচর সংস্থার কর্মকর্তাদের সরাসরি নির্দেশে কাজ করত এসব ব্যক্তি। মোসাদের কর্মকর্তাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এ পর্যন্ত তারা কয়েক দফায় মোসাদের কাছ থেকে অর্থ পেয়েছে বলেও বিচার বিভাগ জানিয়েছে।

পশ্চিম আজারবাইজান ছাড়াও তেহরান ও হরমুজগান প্রদেশে এসব ব্যক্তি গুপ্তচরবৃত্তি করেছে। এছাড়া এসব ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কোনো কোনো সদস্যের গাড়ি-বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তারা অগ্নিসংযোগের পর এর ছবি মোসাদের কাছে পাঠাতো।

ইরানে মোসাদসহ বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতাকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়।

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।