সিরিয়ার ওপর ইসরাইলের হামলা: নিরাপত্তা পরিষদের সমালোচনায় ইরান
https://parstoday.ir/bn/news/iran-i114992-সিরিয়ার_ওপর_ইসরাইলের_হামলা_নিরাপত্তা_পরিষদের_সমালোচনায়_ইরান
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল যে দফায় দফায় হামলা চালিয়ে আসছে সে ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২২ ১৭:১৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল যে দফায় দফায় হামলা চালিয়ে আসছে সে ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (মঙ্গলবার) ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেন, “সিরিয়ার বেসামরিক জনগণ এবং মৌলিক অবকাঠামোর ওপর ইসরাইল দফায় দফায় হামলা চালিয়ে চরমভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। একই সাথে সিরিয়ার জনগণের মানবিক অধিকার ক্ষুন্ন করছে। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা ইসরাইলকে প্রকাশ্যে হামলার মাত্রা বাড়াতে সাহসী করে তুলেছে।”

সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বৈত অবস্থানের সমালোচনা করে সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা করার জন্য জাতিসংঘের প্রতি ইরানের রাষ্ট্রদূত আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলের হামলায় সিরিয়ার শান্তি এবং নিরাপত্তা বিপদাপন্ন হয়ে পড়েছে।

ইহুদিবাদী ইসরাইল সর্বশেষ গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে দিনের বেলায় হামলা চালিয়েছে। এতে একজন সেনা আহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।