তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ
(last modified Thu, 27 Oct 2022 13:54:06 GMT )
অক্টোবর ২৭, ২০২২ ১৯:৫৪ Asia/Dhaka
  • তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ছাত্র সমাবেশ
    তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ছাত্র সমাবেশ

ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে সমাবেশ করেছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকামী নীতির প্রতিবাদে ছাত্ররা ওই সমাবেশ করে।

আমাদের সংবাদদাতা জানান, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতায় ব্রিটিশ সরকার এবং তাদের মিডিয়াগুলোর ভূমিকার প্রতিবাদদ জানিয়েছে ছাত্ররা। বিশেষ করে "বিবিসি" এবং "ইরান ইন্টারন্যাশনাল" এর মতো চ্যানেলগুলোর ভূমিকার ব্যাপারে ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানায়। ছাত্ররা 'বিবিসি ব্রিটিশ আইএসআইএস এবং ব্রিটেন নিপাত যাক' ইত্যাদি স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।

তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ছাত্র সমাবেশ

শিরাজ নগরীতে হজরত আহমাদ বিন মুসা (আ.)-এর পবিত্র মাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডেরও নিন্দা জানায় ছাত্ররা। ফার্স প্রদেশের কেন্দ্রিয় শহর শিরাজে অবস্থিত শাহ-চেরাগের মাজারে ওই সন্ত্রাসী হামলায় ২ শিশুসহ অন্তত ১৫ জন যিয়ারতকারী শহীদ হয়। আহত হয় আরও ৩০ জনের মতো। দায়েশ সন্ত্রাসীদের ওই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইসলাম প্রচার সমন্বয় পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহসেন মাহমুদী জানিয়েছেন:  হজরত শাহচেরাগের (আ.) মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আগামীকাল (শুক্রবার) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।