ইরানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/iran-i115072-ইরানে_সন্ত্রাসী_হামলার_প্রতিবাদে_দেশজুড়ে_বিক্ষোভ_মিছিল
ইরানের শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দেশজুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পরপরই মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২২ ১৬:৫৬ Asia/Dhaka

ইরানের শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দেশজুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পরপরই মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তারা ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শত্রুদের হুঁশিয়ারি দেন।

এ সময় তারা 'দখলদার ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক' বলে শ্লোগান দেন। একই সঙ্গে তারা সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদের নিন্দা জানান।

ইরানের টিভি চ্যানেলগুলো থেকে আজকের বিক্ষোভের চিত্র সম্প্রচার করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, রাজধানী তেহরান, শিরাজ, মাশহাদ, কোম ও তাবরিজসহ দেশের সর্বত্র বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমেছে। সেখানে সব শ্রেণীর মানুষের উপস্থিতি রয়েছে।

আজকের বিক্ষোভ সমাবেশ উপলক্ষে ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, শিরাজে হামলার ঘটনার মূল হোতা হচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও এই অঞ্চলে তাদের অনুগত কিছু শাসক গোষ্ঠী তথা বিশ্ব সাম্রাজ্যবাদ। নিশ্চিতভাবেই তারা এ অপরাধের জন্য মারাত্মক শাস্তির সম্মুখীন হবে।

গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে দায়েশ বা আইএস'র এক সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই শিশুসহ ১৫ জন জিয়ারতকারী শহীদ ও ৩০ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।