পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে: আইআরজিসির নৌ কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i115170-পারস্য_উপসাগরে_শত্রুদের_গলা_চেপে_ধরা_হবে_আইআরজিসির_নৌ_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাঙ্গসিরি বলেছেন, পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • আলী রেজা তাঙ্গসিরি
    আলী রেজা তাঙ্গসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাঙ্গসিরি বলেছেন, পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে।

তিনি আজ (রোববার) নৌ ইউনিটের কমান্ডার ও কর্মকর্তাদের এক সমাবেশে এ কথা বলেন।

আলী রেজা তাঙ্গসিরি আরও বলেছেন, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে আমরা এক মুহূর্তের জন্যও নিজেদের দায়িত্বের কথা ভুলে যাই না। আমরা দিন দিনই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি এবং পারস্য উপসাগরে যুদ্ধের ময়দানে অপরাধী ও তাদের সহযোগীদের গলা চেপে ধরা হবে।

শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হত্যার পথ বেছে নেওয়ার অর্থ হচ্ছে আমাদের শত্রুরা পতনের মুখে রয়েছে এবং তারা তাদের পক্ষে আর কোনো যুক্তি তুলে ধরতে অপারগ।

নৌ কমান্ডার বলেন, ইরানের শত্রুরা তাদের পতনের শব্দ শুনতে পাচ্ছে এবং তারা মিথ্যাবাদী গণমাধ্যমের সহযোগিতায় মিথ্যার যে সাম্রাজ্য গড়ে তুলেছিল তা ধ্বংস হতে চলেছে।

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।