ইউক্রেনকে ড্রোন সংক্রান্ত অভিযোগের প্রমাণ দিতে বলেছি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i115290-ইউক্রেনকে_ড্রোন_সংক্রান্ত_অভিযোগের_প্রমাণ_দিতে_বলেছি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দেয়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ১৮:৩৩ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দেয়নি।

ক্রোয়েশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাসের কানয়ানি বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইরানের নীতি সুস্পষ্ট। আর তাহলো সেদেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, সংঘর্ষরত কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ না করা এবং যুদ্ধের ইতি ঘটানো।

তিনি আরও বলেন, 'আমরা ইউক্রেনের কর্মকর্তাদের বলেছি তারা যাতে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ উপস্থাপন করে। এটা ঠিক যে, রাশিয়ার সঙ্গে বহু বছর ধরেই ইরানের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে কিন্তু ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোনসহ কোনো অস্ত্র সরবরাহের অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি'।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, 'জনগণের দাবি-দাওয়াকে আমরা সম্মান জানাই। তবে বিজাতীয়দের উসকানিতে ইরানে অস্থিরতা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না'।#   

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।