নভেম্বর ০৪, ২০২২ ০৬:৫২ Asia/Dhaka
  • তেহরান সফররত ওমানের কেন্দ্রীয় ব্যাংকের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাহির বিন সালিম বিন আব্দুল্লাহর সঙ্গে  যৌথ সংবাদ  সম্মেলনে আলী সালেহাবাদি (ডানে)
    তেহরান সফররত ওমানের কেন্দ্রীয় ব্যাংকের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাহির বিন সালিম বিন আব্দুল্লাহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলী সালেহাবাদি (ডানে)

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটকে পড়া ইরানের শত শত কোটি ডলার অর্থ শিগগিরই অবমুক্ত হতে পারে বলে আভাস দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী সালেহাবাদি। তিনি বলেছেন, আটকে পড়া অর্থ ইরানের বিভিন্ন ব্যাংক একাউন্টে জমা হয়েছে, ফলে এসব অর্থ দেশে আনার পথে এখন আর উল্লেখযোগ্য কোনো বাধা নেই।

তেহরান সফররত ওমানের কেন্দ্রীয় ব্যাংকের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাহির বিন সালিম বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা ইরনা আলী সালেহাবাদির বক্তব্য প্রকাশ করে।

দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির প্রায় ৭০০ কোটি ডলার দেশটির দু’টি ব্যাংকে আটকে রয়েছে। ওই অর্থ অবমুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের শীর্ষ ব্যাংকার ইরান সফরে এসেছেন।পাশ্চাতের সঙ্গে ইরানের আলোচনায় বহুবার মধ্যস্থতা করেছে কাতার।

বৃহস্পতিবারের সাক্ষাতের পর বিন আব্দুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একথা বলেননি যে, এ সাক্ষাতে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া অর্থ ছাড় প্রশ্নে সরাসরি কথা হয়েছে কিনা। তবে তিনি বলেছেন, অতীতে একই ধরনের সমস্যা সমাধানে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তনি উদাহরণ দিতে গিয়ে গত বছর ব্রিটেনের কাছে আটকে থাকা প্রায় ৫০ কোটি ডলার দেশে ফিরিয়ে আনতে ওমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ