ইরান শর্টকাট পন্থায় দ্রুত সামরিক উন্নতি সাধন করেছে: আইআরজিসি
(last modified Wed, 09 Nov 2022 11:37:55 GMT )
নভেম্বর ০৯, ২০২২ ১৭:৩৭ Asia/Dhaka
  • হাজিজাদে
    হাজিজাদে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, তারা শর্টকাট বা সহজ পন্থায় সামরিক উন্নয়ন ঘটিয়েছেন।

তিনি বলেন, 'আমরা সামরিক উন্নয়নের জন্য শর্টকাট উপায় খুঁজে পেয়েছি। এই পন্থায় যে সাফল্য এসেছে তা শত্রুদের জন্য হুমকি সৃষ্টি করেছে।

হাজিজাদে বলেন, প্রচলিত পন্থায় প্রতিযোগিতার পরিবর্তে সহজ পন্থায় দ্রুত উন্নয়ন সাধনের চেষ্টা করেছে ইরান। এরই ধারাবাহিকতায় এটা সম্ভব হয়েছে।

আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের পাশাপাশি সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সও অত্যন্ত শক্তিশালী।

সম্প্রতি সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে 'বভার-৩৭৩' এর উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব যেগুলো রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী। অন্য দেশগুলোও যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও ২০ বছর সময় লাগবে।

ইরান ক্রমান্বয়ে এই ব্যবস্থার পাল্লা বাড়িয়েছে বলে জানান এই কমান্ডার।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।