‘যারা কিয়েভকে সমরাস্ত্র দিচ্ছে তারাই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়’
(last modified Sat, 12 Nov 2022 05:06:04 GMT )
নভেম্বর ১২, ২০২২ ১১:০৬ Asia/Dhaka
  • রাশিয়ার বিরুদ্ধে গোলা নিক্ষেপ করছে ইউক্রেনের সেনারা (ফাইল ছবি)
    রাশিয়ার বিরুদ্ধে গোলা নিক্ষেপ করছে ইউক্রেনের সেনারা (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইউক্রেনে চলমান যুদ্ধের ব্যাপার তার দেশের ঘোর বিরোধিতার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধবিরতির উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (শুক্রবার) বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই মিলভের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী তার দেশের সমরাস্ত্র আমদানি বা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে কোনো অস্ত্র সরবরাহ করেনি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারেরও কঠোর বিরোধিতা করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

শুক্রবারই দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানিও রাশিয়ার কাছে সমরাস্ত্র হস্তান্তরের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং এদেশের অবস্থান যুদ্ধবিরতি ও শান্তির পক্ষে।

কানয়ানি এক টুইটার পোস্টে লিখেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে তাদের পক্ষ থেকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহের বিষয়টিকে বৈধতা দেয়ার জন্য প্রতিদিনই ইরানের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন করে যাচ্ছে। কানয়ানি বলেন, যারা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করছে তারা ইউক্রেন যুদ্ধ চলমান রাখতে চায়।কিন্তু ইরান অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ