ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২
বিশ্বকাপের রোমাঞ্চকর দিনগুলোর জন্য প্রস্তুত তেহরান
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তেহরান সিটি কাউন্সিলের 'সবাই ইরানের সমর্থক' শিরোনামে একটি ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছে। সিটি মেয়রের সামাজিক ও সংস্কৃতিবিষয়ক সচিব আমিন তাওয়াকলিজাদেহ একটি বিলবোর্ড উন্মোচনের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু করেন।
তিনি জানান, তেহরান মহানগরী বিনোদন ও পর্যটন এলাকা, সাংস্কৃতিক কেন্দ্র এবং পার্কগুলোতে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে বিশ্বকাপ। এবারের গ্রুপে বি গ্রুপে রয়েছে ইরান, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলস। বিশ্বকাপ শুরুর প্রথম দিনেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরানের জাতীয় দল। এরপর ২৫ নভেম্বর ওয়েলসকে মোকাবেলা করবে ইরান। প্রথম পর্বে ইরানের শেষ ম্যাচ ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।