কুর্দিস্তানের হুমকি বন্ধ করার দায়িত্ব বাগদাদ সরকারের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i115890
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ইরানের জন্য সৃষ্ট হুমকি বন্ধ করার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সোমবার রাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনকে টেলিফোন করে এ আহ্বান জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১৫, ২০২২ ০৭:৫০ Asia/Dhaka
  • ফুয়াদ হোসেইন- হোসেই আমির-আব্দুল্লাহিয়ান
    ফুয়াদ হোসেইন- হোসেই আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ইরানের জন্য সৃষ্ট হুমকি বন্ধ করার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সোমবার রাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনকে টেলিফোন করে এ আহ্বান জানান।

তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও নিরাপত্তাকে একটি বড় উপাদান হিসেবে বর্ণনা করেন।আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরাক ও ইরানের মধ্যে যখন চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে তখন ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে কোনো ধরনের হুমকি আশা করে না তেহরান। তিনি বলেন, কুর্দিস্তানে ঘাঁটি গেড়ে বসা সন্ত্রাসীদের মূলোৎপাটন করা বাগদাদ সরকারের দায়িত্ব।

ইরাকের কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীরা মাঝেমধ্যে ইরানে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়। এছাড়া, তারা চোরাচালানের মাধ্যমে ইরানের অস্ত্র সরবরাহ করে। ইরানের সাম্প্রতিক সহিংসতায় এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে।

এসব সন্ত্রাসীর আস্তানায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ২৪ সেপ্টেম্বর থেকে হামলা চালাচ্ছে। গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ইরাকি সমকক্ষকে ফোন করার আগেই কুর্দিস্তানে সর্বশেষ হামলা চালায় আইআরজিসি।

টেলিফোনালাপে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেন, প্রতিবেশী কোনো দেশে হামলা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেবে না বাগদাদ। তিনি ইরানের সঙ্গে তার দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলে উভয় দেশের নিরাপত্তা রক্ষিত হবে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।