ইরান কোনোভাবেই লিবিয়া বা সুদান নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 17 Nov 2022 13:59:05 GMT )
নভেম্বর ১৭, ২০২২ ১৯:৫৯ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান কোনোভাবেই লিবিয়া ও সুদান নয়। পশ্চিমা দেশগুলো এবং ইহুদিবাদীরা ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর চক্রান্ত করেছে বলে তিনি জানিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় তিনি বলেছেন, শত্রু পক্ষের গোয়েন্দা সংস্থাগুলো ইরানে গৃহযুদ্ধ সৃষ্টির পাশাপাশি দেশকে খণ্ড-বিখণ্ড করার চক্রান্ত করেছে।

তিনি আরও লিখেছেন, যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের জানা উচিত ইরান কখনোই লিবিয়া ও সুদান নয়।

আব্দুল্লাহিয়ান বলেন, বর্তমানে শত্রুরা ইরানের অখণ্ডতা ও ইরানের পরিচিতিকে নিশানা করেছে। কিন্তু জনগণের দূরদৃষ্টি ও সচেতনতা শত্রুদেরকে হতাশ করেছে।

ইরানে নারী পুলিশের হেফাজতে একজন কুর্দি নারী অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়ার পর থেকে বিদেশি উসকানিতে সহিংসতা চালানো হচ্ছে। ঐ ঘটনার পর থেকে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোও তৎপর হয়ে উঠেছে। দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্য ছড়াতে বিদেশি কিছু গণমাধ্যম সরাসরি উসকানি দিচ্ছে। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ