ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী: দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা গুরুত্ব পাচ্ছে
https://parstoday.ir/bn/news/iran-i116540-ইরান_সফরে_ইরাকের_প্রধানমন্ত্রী_দ্বিপক্ষীয়_ও_আঞ্চলিক_সহযোগিতা_গুরুত্ব_পাচ্ছে
ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি একদিনের সফরে ইরান এসে পৌঁছেছেন এবং তিনি এরইমধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৯, ২০২২ ১৮:০০ Asia/Dhaka
  • মোহাম্মদ শিয়া আল-সুদানি
    মোহাম্মদ শিয়া আল-সুদানি

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি একদিনের সফরে ইরান এসে পৌঁছেছেন এবং তিনি এরইমধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

আল-সুদানি ইরাকের একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজধানী তেহরান এসে পৌঁছালে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তাকে স্বাগত জানান। ইরাকি প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি দল দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করবেন।

গত অক্টোবর মাসে আল সুদানি ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারপর এই প্রথম তিনি ইরান সফরে এলেন।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি রোববার জানিয়েছিলেন, ইরাকি প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের সময় দুই পক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক বা এমওইউ সই করবে যার ফলে দুদেশের মধ্যকার সহযোগিতা জোরদার করা সম্ভব হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।