খুঁজেস্তান প্রদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i116724-খুঁজেস্তান_প্রদেশে_পরমাণু_বিদ্যুৎকেন্দ্র_নির্মাণ_করছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্রী ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মাদ ইসলামি জানিয়েছেন যে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। দেশ পরমাণু বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য মাত্রায় উন্নতি করেছে বলে তিনি মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২২ ২০:১৯ Asia/Dhaka
  • খুঁজেস্তান প্রদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান

ইসলামী প্রজাতন্ত্রী ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মাদ ইসলামি জানিয়েছেন যে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। দেশ পরমাণু বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য মাত্রায় উন্নতি করেছে বলে তিনি মন্তব্য করেন।

খুজেস্তান প্রদেশের সদেগান এলাকায় আজ (শনিবার) কারুন নামে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এইওআইর প্রধান মোহাম্মদ ইসলামি। এ সময় তিনি বলেন, সরকার স্বল্প খরচে বিদ্যুৎ এবং জ্বালানি উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য এইওআই নতুন করে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কর্মসূচি নিয়েছে।

নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। খুজেস্তান প্রদেশের কারুন নদীর কাছে ৫০ হেক্টর জমিতে এই কেন্দ্র নির্মাণ করা হবে।

প্রকল্পের উদ্বোধন করে মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইরান দ্রুত গতিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে নিতে চায়। এজন্য সারাদেশে প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সারাদেশে মোট বিদ্যুতের শতকরা ২০ ভাগ পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ২০ বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।