আমেরিকার চোখে ইরানি জনগণের জন্য অশ্রু শোভা পায় না: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i117478-আমেরিকার_চোখে_ইরানি_জনগণের_জন্য_অশ্রু_শোভা_পায়_না_মুখপাত্র
ইরানের একটি ঐতিহ্যবাহী রাত উপলক্ষে মার্কিন সরকার যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনে সীমাহীন পদক্ষেপ নেয়ার পর এখন এদেশের মানুষের জন্য মায়াকান্না কাঁদছে ওয়াশিংটন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২২, ২০২২ ০৯:২৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইরানের একটি ঐতিহ্যবাহী রাত উপলক্ষে মার্কিন সরকার যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনে সীমাহীন পদক্ষেপ নেয়ার পর এখন এদেশের মানুষের জন্য মায়াকান্না কাঁদছে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, যে আমেরিকা ইরানি জনগণের বিরুদ্ধে দাঙ্গা ও সন্ত্রাসবাদ উস্কে দেয় এবং নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করে এদেশের জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলে দেয়, ইয়ালদার রাতে তার চোখে মায়াকান্নার অশ্রু মানায় না।

২১ ডিসেম্বর বছরের সবচেয়ে বড় ও সবচেয়ে ঠাণ্ডা রাতকে ইরানে ‘ইয়ালদার রাত’ হিসেবে পালন করা হয়। এ রাতে ঘরোয়া পরিবেশে কিছু অনুষ্ঠান ও রীতি পালন করে ইরানি জনগণ।ফার্সি ভাষাভাষি আরো কিছু দেশেও এই রীতির প্রচলন রয়েছে।এই রাতের পর ২২ ডিসেম্বর থেকে ইরানে তিন মাসব্যাপী শীতকাল শুরু হয়।

ইরানের এই ইয়ালদার রাতকে উপজীব্য করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতি দিয়েছেন। তিনি ইরানের সাম্প্রতিক বিদেশি-মদদপুষ্ট দাঙ্গা নিয়ন্ত্রণে সরকারের গৃহিত পদক্ষেপের সমালোচনা করেন। তিনি তার ভাষায় ‘জনগণের দাবি’ মেনে নেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ইরানি জনগণের প্রতি ‘শোক ও সমবেদনা’ জানান।

এর প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি এক টুইটার বার্তায় আরো বলেন, যেসব পশ্চিমা দেশ ইরানে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়েছে সেগুলোর শীর্ষে রয়েছে আমেরিকা। তিনি আরো বলেন, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তাদের উচিত মুখ বন্ধ রাখা এবং মহা সংকটে জর্জরিত তাদের নিজেদের জনগণের হাজারো সমস্যা সমাধানে মনযোগী হওয়া।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।