ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ইরানের তাবাস জিওপার্ক
https://parstoday.ir/bn/news/iran-i117486-ইউনেস্কোর_স্বীকৃতিপ্রাপ্ত_ইরানের_তাবাস_জিওপার্ক
ইরানের খোরাসান প্রবেশের তাবাস জিওপার্ক সম্প্রতি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো'র গ্লোবাল জিওপার্কস (ইউজিজিপি)-এর তালিকায় নিবন্ধিত হয়েছে।   
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২২ ১১:৪২ Asia/Dhaka
  • ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ইরানের তাবাস জিওপার্ক

ইরানের খোরাসান প্রবেশের তাবাস জিওপার্ক সম্প্রতি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো'র গ্লোবাল জিওপার্কস (ইউজিজিপি)-এর তালিকায় নিবন্ধিত হয়েছে।   

ইউনেস্কো গ্লোবাল জিওপার্কস কাউন্সিলের সদস্য ও মূল্যায়নকারী আলিরেজা আমরি কাজেমি এ তথ্য জানান। তিনি জানান, তাবাস জিওপার্ক ইরানের তৃতীয় গ্লোবাল জিওপার্ক হিসেবে গত ৮ ডিসেম্বর ইউনেস্কো গ্লোবাল জিওপার্কসের সুপ্রিম কাউন্সিল থেকে ১৪০১ ভোট পেয়ে নিবন্ধন লাভ করেছে।

বিশালায়তনের তৃতীয় ইরানি জিওপার্ক তাবাস জিওপার্কের জন্য দলিলগুচ্ছ গত বছর ইউনেস্কো কাউন্সিলে জমা দেওয়া হয়। তাবাস জিওপার্কের অনুমোদনের রায় ইউনেস্কোর নির্বাহী বোর্ডের অনুমোদন লাভের পর পরের বছর বসন্তে জারি করা হবে। তাবাস জিওপার্ক পশ্চিম এশিয়ার ‘সবচেয়ে বড়’ জিওপার্ক হিসেবে নিবন্ধিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে।

তাবাস জিওপার্কের মধ্যে রয়েছে আজমিঘান গ্রামে অবস্থিত রহস্যময় কাল-ই জেনিসহ (জিন্নির গিরিখাত) প্রায় ৫০টি ভূ-দৃশ্য, মনোরম ল্যান্ডস্কেপ এবং অধরা ভূখণ্ড।

ইউনেস্কো এখন পর্যন্ত বিশ্বের ৪৬টি দেশের ১৭৭টি পার্ককে গ্লোবাল জিওপার্কের স্বীকৃতি দিয়েছে। জিওপার্কসের কাজ ২০০১ সালে শুরু হয়েছিল যখন ইউনেস্কো ডিভিশন অফ আর্থ সায়েন্সেস এবং ইউরোপীয় জিওপার্কস নেটওয়ার্কের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।