ভিয়েনায় চুক্তিতে পৌঁছার দরজা চিরদিন খোলা থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 29 Dec 2022 03:30:33 GMT )
ডিসেম্বর ২৯, ২০২২ ০৯:৩০ Asia/Dhaka
  • ভিয়েনায় চুক্তিতে পৌঁছার দরজা চিরদিন খোলা থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা থেকে একটি চুক্তিতে পৌঁছার দরজা চিরদিন খোলা থাকবে না। তিনি ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী বাকি পক্ষগুলোকে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল (বুধবার) ওমানের রাজধানী মাস্কাটে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। দু’দিনব্যাপী ওমান সফরে আমির-আব্দুল্লাহিয়ান স্বাগতিক দেশের সুলতান হিশাম বিন তারিক ও পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে একটি ভালো, শক্তিশালী ও স্থিতিশীল চুক্তি স্বাক্ষরের পথ সুগম করার জন্য ওমান যেকোনো পদক্ষেপ নিলে তেহরান তাকে স্বাগত জানাবে। 

আমির-আব্দুল্লাহিয়ান মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির একটি বিশেষ বার্তা নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছান।

বুধবারের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অপর পক্ষগুলো বিশেষ করে আমেরিকা অপট আচরণ ও বাস্তবতা বিবর্জিত পদক্ষেপ নেয়া থেকে বিরত না থাকলে ভিয়েনা সংলাপ থেকে চুক্তি স্বাক্ষরের দরজা বন্ধ হয়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা আলোচনার দরজা বন্ধ করে দেইনি। কিন্তু পশ্চিমা দেশগুলো যদি কপট ও হস্তক্ষেপমূলক আচরণ চালিয়ে যায় তাহলে আমরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবো।

ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ভিয়েনা সংলাপ যখন আবার চালু করার দাবি উঠেছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান সফর করলেন। বিশেষ করে রাশিয়া ও চীন গত কয়েকদিনে একাধিকবার পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় একাধিকবার পরোক্ষ মধ্যস্থতা করেছে ওমান।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ