ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইট
‘ফিলিস্তিনি জনগণের মানবাধিকার নিয়ে নির্লজ্জ ভণ্ডামি করছে পাশ্চাত্য’
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর নির্লজ্জ ভণ্ডামির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ নিন্দা জানান। বিদায়ী ২০২২ সালে ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় ফিলিস্তিনি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে ইরানের এই মুখপাত্র এ নিন্দা জানান।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়ার বরাত দিয়ে নাসের কানয়ানি বলেন, ২০২২ সালে ইহুদিবাদী সেনারা ২২০ ফিলিস্তিনিকে গুলি হত্যা এবং ৯,০০০ ফিলিস্তিনিকে আহত করেছে। তারা এ সময়ে ৮৩২টি ভবন ধ্বংস এবং ১৩,০০০ টি গাছ উপড়ে ফেলে দখলদার সেনারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা ও ইউরোপের দৃষ্টিতে ফিলিস্তনি জনগণের ওপর এই ভয়াবহ অপরাধযজ্ঞে মানবাধিকার লঙ্ঘিত হয় না বরং এতসব কিছু সত্ত্বেও তেল আবিব পাশ্চাত্যের পূর্ণ সমর্থন পেয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।