ইরান বছরে ৬০০-৭০০ কোটি ডলারের ইস্পাত রপ্তানি করতে চায়
https://parstoday.ir/bn/news/iran-i117938
ইসলামি প্রজাতন্ত্র ইরান বছরে ৬০০ থেকে ৭০০ কোটি ডলারের ইস্পাত রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দেশটি অভ্যন্তরীণভাবে ইস্পাতের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০২, ২০২৩ ১৪:১৮ Asia/Dhaka
  • ইস্পাত কারখানা
    ইস্পাত কারখানা

ইসলামি প্রজাতন্ত্র ইরান বছরে ৬০০ থেকে ৭০০ কোটি ডলারের ইস্পাত রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দেশটি অভ্যন্তরীণভাবে ইস্পাতের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।

আন্তর্জাতিক বাজারে যখন ইরানি ইস্পাতের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তখন তেহরান এই পরিকল্পনা প্রকাশ্যে আনলো।
ইরানের রাষ্ট্রীয় ধাতু ও খনি বিষয়ক কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আমির সাববাগ জানান, “দেশের মাসিক ইস্পাত রপ্তানি গড়ে ১০ লাখ মেট্রিক টনে পৌঁছেছে যার মূল্য ৫০ কোটি ডলার। আমরা এই খাতে ৬০০ থেকে ৭০০ কোটি ডলার নগদ অর্থ আয়ের লক্ষ্যে চলতি বছরে এক কোটি মেট্রিক টন ইস্পাত রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।”
গত মাসে আন্তর্জাতিক ইস্পাত বাণিজ্য বিষয়ক কিছু সংস্থার দেয়া রিপোর্ট অনুসারে ইরানের ইস্পাত উৎপাদন শতকরা ৮ ভাগ বেড়েছে। 
তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির কারণে ইরান তার ইস্পাত রপ্তানি সাম্প্রতিক মাসগুলোতে বাড়াতে সক্ষম হয়েছে যদিও ২০২২ সালেরে প্রথম দিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে আন্তর্জাতিক সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে রপ্তানি কিছুটা সমস্যার মধ্যে পড়ে।
আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান ধরে রাখার জন্য ইরান গত আগস্ট মাস থেকে ইস্পাতের উৎপাদন বাড়িয়ে দেয়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।