জানুয়ারি ০৫, ২০২৩ ০৯:৫৫ Asia/Dhaka
  • শার্লি এবদো পত্রিকায় অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা পররাষ্ট্রমন্ত্রীর

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষকে নিয়ে বিতর্কিত ফরাসি পত্রিকা শার্লি এবদোতে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এর বিরুদ্ধে ‘চূড়ান্ত’ প্রত্যুত্তর দেয়ারও হুমকি দিয়েছেন।

তিনি বুধবার এক টুইটার পোস্টে লিখেছেন, “ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করার যে অবমাননাকর ও অশালীন পদক্ষেপ ফরাসি পত্রিকা নিয়েছে তার কার্যকর ও চূড়ান্ত জবাব দেয়া হবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার পোস্টে আরো বলা হয়েছে, “আমরা ফ্রান্স সরকারকে তার সীমানার বাইরে পা রাখার অনুমতি দেব না। তারা নিশ্চিতভাবে ভুল পথ বেছে নিয়েছে।”

শারলি এবদো পত্রিকা গতকাল (বুধবার) একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বেশ কিছু অবমাননাকর কার্টুন প্রকাশ করে। গতমাসে পত্রিকাটি এক ঘোষণায় বিশ্বের সকল কার্টুনিস্টের কাছ থেকে ইরানের সর্বোচ্চ নেতার ব্যাঙ্গাত্মক কার্টুন আহ্বান করেছিল। ওই প্রতিযোগিতায় সংগৃহিত কার্টুনগুলো থেকে বাছাই করা কিছু কার্টুন বুধবার প্রকাশ করে বিতর্কিত ফরাসি পত্রিকাটি।

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং এদেশে সহিংসতা ও দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করার দায়ে ইরান গত ১২ ডিসেম্বর শার্লি এবদো পত্রিকাসহ বেশ কিছু ইউরোপীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তায় বলা হয়, “আমরা এর আগেই এই পত্রিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছি।” মত প্রকাশের স্বাধীনতার নামে অবমাননাকর ও মর্যাদা হানিকর কার্টুন প্রকাশ করার দীর্ঘ ইতিহাস রয়েছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর। ২০২০ সালের সেপ্টেম্বরে এটি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর একগুচ্ছ ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এই কার্টুনগুলোই ২০১৫ সালে প্রথমবার প্রকাশিত হলে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। ২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে পত্রিকাটির অফিসে হামলা চালান বিক্ষুব্ধ জনতা। এতে শার্লি এবদোর আট কর্মীসহ মোট ১২ জন নিহত হয়। গত সেপ্টেম্বরে ইরানে পশ্চিমা-সমর্থিত দাঙ্গা ও নৈরাজ্য ছড়িয়ে পড়লে পত্রিকাটি দাঙ্গাবাজদের সমর্থন করার নীতি গ্রহণ করে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ