ফ্রান্সে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার তীব্র নিন্দা জানাল ইরান ও পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i118118-ফ্রান্সে_ইসলাম_বিদ্বেষ_ছড়িয়ে_দেয়ার_তীব্র_নিন্দা_জানাল_ইরান_ও_পাকিস্তান
ফ্রান্সে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ও পাকিস্তান। সেইসঙ্গে ইসলাম এবং এর পবিত্র বিষয়গুলোর যেকোনো অবমাননা প্রতিহত করার জন্য কঠোর পদক্ষেপ নিতেও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৩ ০৯:৩৩ Asia/Dhaka
  • বিলাওয়াল ভুট্টো ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    বিলাওয়াল ভুট্টো ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ফ্রান্সে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ও পাকিস্তান। সেইসঙ্গে ইসলাম এবং এর পবিত্র বিষয়গুলোর যেকোনো অবমাননা প্রতিহত করার জন্য কঠোর পদক্ষেপ নিতেও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ বিলাওয়াল ভুট্টো গতকাল (শুক্রবার) এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। ফ্রান্সের কুখ্যাত ইসলাম-বিদ্বেষী ম্যাগাজিন শার্লি এবদোতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষকে নিয়ে অবমাননাকর কার্টুন প্রকাশের জের ধরে এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।

ফোনালাপে বিশ্বব্যাপী ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য ইসরাইলি লবি যে প্রচেষ্টা চালাচ্ছে তার সমালোচনা করেন আমির-আব্দুল্লাহিয়ান। তবে তিনি জোর দিয়ে বলেন, ফরাসি পত্রিকার ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে ফ্রান্স সরকার তার দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র বিষয়গুলোর অবমাননা করে যাবে এটা হতে পারে না। মুসলিম দেশগুলোকে অবশ্যই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় বিলাওয়াল ভুট্টো বলেন, বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রকাশের অন্ধকার রেকর্ড রয়েছে শার্লি এবদো পত্রিকার। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষ প্রতিহত করার লক্ষ্যে মুসলিম দেশগুলির পাশাপাশি ওআইসিকে সহযোগিতা করতে ইসলামাবাদ পূর্ণ প্রস্তুত রয়েছে।

ফ্রান্সের শারলি এবদো পত্রিকা গত বুধবার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একাধিক অবমাননাকর কার্টুন প্রকাশ করে। গতমাসে পত্রিকাটি এক ঘোষণায় বিশ্বের সকল কার্টুনিস্টের কাছ থেকে ইরানের সর্বোচ্চ নেতার ব্যাঙ্গাত্মক কার্টুন আহ্বান করেছিল। ওই প্রতিযোগিতায় সংগৃহিত কার্টুনগুলো থেকে বাছাই করা কিছু কার্টুন বুধবার প্রকাশ করে বিতর্কিত ফরাসি পত্রিকাটি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৭