ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i118160-ইরান_থেকে_সৌদি_আরবে_রপ্তানি_উল্লেখযোগ্য_মাত্রায়_বৃদ্ধি_পেয়েছে
ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে খবর দিয়েছে ইরানের শুল্ক অধিদপ্তর আইআরআইসিএ। এটি বলেছে, সম্প্রতি সৌদি আরবে ইস্পাত সামগ্রী রপ্তানি করেই আয় হয়েছে এক কোটি ৪০ লাখ ডলার। এছাড়া, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা দেখা দেয়ায় রপ্তানির এই পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৩ ০৯:৫৬ Asia/Dhaka
  • ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে

ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে খবর দিয়েছে ইরানের শুল্ক অধিদপ্তর আইআরআইসিএ। এটি বলেছে, সম্প্রতি সৌদি আরবে ইস্পাত সামগ্রী রপ্তানি করেই আয় হয়েছে এক কোটি ৪০ লাখ ডলার। এছাড়া, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা দেখা দেয়ায় রপ্তানির এই পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার আইআরআইসিএ’র পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয় মাসে সৌদি আরবে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইস্পাত সামগ্রী রপ্তানি হয়েছে। এই পরিমাণ ২০২১ সালের একই সময়ে ছিল মাত্র ৪২ হাজার ডলার।

আইআরআইসিএ বলেছে, ২০১৬ সালের দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটি দ্বিপক্ষীয় বাণিজ্যের সর্বোচ্চ চালান। শুল্ক অধিদপ্তর আরো বলেছে, তেহরান-রিয়াদ সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরাক উদ্যোগী হওয়ার পর বাণিজ্য সম্প্রসারণের এই সুযোগ সৃষ্টি হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে ২০২১ সাল থেকে এ পর্যন্ত ইরান ও সৌদি আরবের কূটনীতিকরা ছয় দফা বৈঠক করেছেন। এছাড়া, জর্দানের রাজধানী আম্মানে গত মাসে একটি আঞ্চলিক বৈঠকের অবকাশে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০১৬ সালের গোড়ার দিকে সৌদি সরকার একজন প্রভাবশালী শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশহাদস্থ সৌদি কনস্যুলেটে উত্তেজিত জনতা হামলা চালায়। ওই ঘটনার জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। এরপর থেকে মুসলিম বিশ্বের এই দুই প্রভাবশালী দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।