ইরানের সঙ্গে সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i118326
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি ইরানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরাকের বসরা নগরীতে অনুষ্ঠানরত একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে পারস্য উগসাগরের নাম বিকৃত করার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে তলব করার পর আল-সুদানি এ বক্তব্য দিলেন।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
জানুয়ারি ১২, ২০২৩ ০৯:৩৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ শিয়া আল-সুদানি
    মোহাম্মাদ শিয়া আল-সুদানি

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি ইরানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরাকের বসরা নগরীতে অনুষ্ঠানরত একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে পারস্য উগসাগরের নাম বিকৃত করার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে তলব করার পর আল-সুদানি এ বক্তব্য দিলেন।

ইরাকি প্রধানমন্ত্রী বুধবার এক বক্তব্যে বাগদাদ-তেহরান সম্পর্ককে গভীর ও ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, দু’দেশের মধ্যে ১,২০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে এবং দু’দেশের জনগণ অভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ পোষণ করে। তিনি স্বীকার করেন, “২০০৩ সালে ইরাকের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আসার পর থেকে তেহরান ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।”

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, তার দেশে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী যুদ্ধে ইরান সহযোগিতা করেছে। তিনি বলেন, ইরাক ও ইরানের মধ্যে ইতিবাচক ও ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ ছাড়াই এ সহযোগিতা চলছে।

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বর্তমানে একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট চলছে। আগামী ১৯ জানুয়ারি শেষ হতে যাওয়া এই টুর্নামেন্টে ইরাক ছাড়াও বাহরাইন, কুয়েত, ইয়েমেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এ উপলক্ষে সেখানে প্রদর্শিত এক বিলবোর্ডে অংশগ্রহণকারী দলগুলোকে উদ্দেশ করে লেখা রয়েছে, ‘২৫তম আরব উপসাগর কাপ’ ফুটবল টুর্নামেন্টে স্বাগত জানাচ্ছি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২