তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে ইরান
সন্ত্রাসবাদ আঞ্চলিক দেশগুলোর অভিন্ন শত্রু
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আফগানিস্তানের রাজধানী কাবুলের সাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ হচ্ছে এই অঞ্চলের দেশগুলোর অভিন্ন শত্রু।
গতকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনালাপে একথা বলেন আবদুল্লাহিয়ান। এর একদিন আগে কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়।
এ সম্পর্কে আমির আব্দুল্লাহিয়ান বলেন, “বুধবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশদ্বারের সামনে যে বোমা হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এর কঠোর নিন্দা জানাই। একই সঙ্গে আমরা হতাহতদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানাই। যে সমস্ত ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো সন্ত্রাসবাদের মাধ্যমে নিরপরাধ মানুষ হত্যা করে এ অঞ্চলের দেশগুলোকে উপনিবেশবাদী দেশে পরিণত করতে চায়। তিনি বলেন বুধবার কাবুলে যে ঘটনা ঘটেছে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে গত অক্টোবর মাসে ইরানের শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে এবং দুই হামলার উৎসই দৃশ্যত এক। এসব সন্ত্রাসবাদী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা জরুরি।
টেলিফোন সংলাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন কলকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করা জরুরি হয়ে পড়েছে।
বুধবারের হামলার ব্যাপারে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী দায়েশ দায় স্বীকার করেছে। এই গোষ্ঠী এর আগে বহুবার আফগানিস্তানে হামলা চালিয়েছে। বুধবারের হামলায় অন্তত ২০ আফগান নাগরিক নিহত হন।#
পার্সটুডে/এসআইবি/১৩