রেডিও তেহরান 'ফেসবুক শেয়ারার পুরস্কার-২০২৩'-এর ঘোষণা
জানুয়ারি ১৮, ২০২৩ ১৯:৫৯ Asia/Dhaka
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) গত বছরের মতো এবারো ফেসবুক শেয়ারার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুড’র সংবাদ/অনুষ্ঠানের লিংক বিভিন্ন গ্রুপ, পেইজ ও টাইমলাইনে শেয়ারের ভিত্তিতে চলতি ২০২৩ সালে ১২ জনকে পুরস্কৃত করা হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শেয়ারের সংখ্যা একত্র করে শীর্ষে থাকা ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সনদ।
নিয়মাবলি:
- প্রতি মাসে কে কতটি শেয়ার করেছেন তা ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে।
- শেয়ার করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ (facebook.com/ParsTodayBangla) এবং ওয়েবসাইট (parstoday.ir/bn) থেকে।
- মাসের নাম উল্লেখপূর্বক শেয়ারের সংখ্যা সংখ্যাতে হবে এই ইমেইলে- [email protected]
- ইমেইলে সাবজেক্টের স্থানে 'ফেসবুক শেয়ারার পুরস্কার-২০২৩' লিখতে হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭