চাহিদার ৯০ শতাংশের বেশি ওষুধ উৎপাদন হচ্ছে দেশের ভেতরেই: ইরানের প্রেসিডেন্ট
(last modified Mon, 23 Jan 2023 11:16:55 GMT )
জানুয়ারি ২৩, ২০২৩ ১৭:১৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট
    ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, চাহিদার ৯০ শতাংশের বেশি ওষুধ দেশের ভেতরেই উৎপাদন করা হচ্ছে। তিনি আজ (সোমবার) তেহরানে ২৮তম রাজি গবেষণা ও প্রযুক্তি উৎসবে এ কথা বলেন।

রায়িসি বলেন, যেসব গবেষক ও বিজ্ঞানী দেশের জন্য সম্মান বয়ে এনেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তিনি বৈজ্ঞানিক ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি এই খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস এই সংস্থার সাধারণ অধিবেশনের অবকাশে কয়েক বার ক্ষমা প্রার্থনা করেছেন এই জন্য যে তিনি চেষ্টা করেও ওষুধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে পারেননি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, 'আমি জাতিসংঘ মহাসচিবকে তখন বলেছি আমাদের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন করেছি। আমাদেরকে এখন আর টিকা আমদানি করতে হয় না।' করোনার টিকা উৎপাদনের জন্য দেশের বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।#  

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ