ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফানালাপ
সহিংসতা উস্কে দিয়ে ফ্রান্স ‘অবন্ধুসুলভ’ আচরণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
-
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় দেশের পক্ষ থেকে তার দেশের সাম্প্রতিক সহিংসতা উস্কে দেয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তেহরানের পক্ষ থেকে এ ধরনের বিদ্বেষপ্রসুত পদক্ষেপের ‘কার্যকর’ ও ‘আশু’ জবাব দেয়া হয়েছে।
গতকাল (বুধবার) বিকেলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোন্নার সঙ্গে এক টেলিফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার পাশাপাশি ইরানের সাম্প্রতিক সহিংসতায় ফ্রান্স সরকারের সরাসরি উস্কানি নিয়ে আলোচনা করা হয়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ফরাসি সমকক্ষকে পরিষ্কার ভাষায় বলেন, ফ্রান্স সরকার ইরানের সহিংসতা উস্কে দিয়ে ‘অবন্ধসুলভ’ আচরণ করেছে।
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “তেহরান সব সময় যেকোনো সম্পর্কের ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিকে প্রাধান্য দেয়। তবে আপনারা দেখেছেন যে, যেকোনো সংঘাতময় পরিস্থিতিতে আমরা ‘তাৎক্ষণিক, পাল্টা ও কার্যকর’ ব্যবস্থা নেই।”
ইরান গতকাল (বুধবার) সকালে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং ব্রিটেনের কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ফরাসি পররাষ্ট্রন্ত্রী তার ইরানি কমকক্ষকে টেলিফোন করেন। ইইউ ও লন্ডন ইরানের অন্তত ৩০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রাসেলস ও লন্ডন নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান পাল্টা ব্যবস্থা হিসেবে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।