নিষেধাঙ্গা ও দাঙ্গা একই মুদ্রার এপিঠ-ওপিঠ
(last modified Wed, 01 Feb 2023 04:00:05 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১০:০০ Asia/Dhaka
  • সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি
    সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা দেশজুড়ে সম্প্রতি যে সহিংস দাঙ্গার ষড়যন্ত্র করেছিল সেটি হচ্ছে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার ফলে তাদের সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ। ইরানের অর্থনৈতিক এবং উন্নয়নমূলক অগ্রগতি ঠেকানোর জন্য তারা এই ষড়যন্ত্র করেছিল।

গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট রায়িসি ইরানের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকার এসব কথা বলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা ও বিদেশি মদদপুষ্ট দাঙ্গা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
দেশকে অচলাবস্থায় নেয়ার জন্য আরোপ করা নিষেধাজ্ঞা কীভাবে ব্যর্থ করা হয়েছে, শতকরা পাঁচ ভাগ জাতীয় প্রবৃদ্ধি অর্জন এবং দেশে কীভাবে প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে সাক্ষাৎকারের প্রেসিডেন্ট রায়িসি তা তুলে ধরেন।
তিনি বলেন, শত্রুরা যা চেয়েছিল, আসলে ঘটেছে তার বিপরীত; এজন্য তিনি ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। রায়িসি বলেন, শত্রুদের এই ব্যর্থতার কারণে স্বাভাবিকভাবে তারা ইরানের ওপর ক্ষুব্ধ হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “শত্রুরা দেখেছে কীভাবে দেশের জনগণ ও সরকার নিষেধাজ্ঞাগুলোকে ব্যর্থ করে দিয়েছে। দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি করে যেখানে শত্রুরা আমাদের দেশের উন্নয়নকে থমকে দিতে চায়, সেখানে আমাদের জনগণ দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।”
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি তার সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে বলেন, তার সরকার মুদ্রাস্ফীতি ৬০ ভাগ থেকে ৪০ ভাগে নামিয়ে আনতে সফল হয়েছে। এছাড়া বাজেট ঘাটতি কমাতে সক্ষম হয়েছে এবং ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে তার সরকার প্রবৃদ্ধির হার শতকরা চার ভাগ থেকে ৪.৪ ভাগে নিতে সক্ষম হয়েছে। এছাড়া বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার ব্যাপকভাবে কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ