পরমাণু সমঝোতা:
ইরান কখনোই আলোচনা কিংবা কূটনীতি থেকে দূরে ছিল না: আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ভিয়েনা আলোচনা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার পর ওই পর্যায়ে পৌঁছলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন: আমেরিকা পরমাণু সমঝোতা ভঙ্গকারী দেশ। তারা যদি ইরানের যুক্তিসঙ্গত দাবি এবং স্থায়ী ও নির্ভরযোগ্য একটি চুক্তি গঠনের প্রয়োজনীয়তা মেনে নেয়, তাহলে চূড়ান্ত চুক্তি হতে পারে।
ভিয়েনায় কয়েক মাস ধরে আলোচনার অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে, হোয়াইট হাউজ তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং ইহুদিবাদী ইসরাইলের চাপের কারণে পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না। এ কারণেই তারা ইরানের বিরুদ্ধে দোষ আরোপের কৌশল অবলম্বন করেছে।
আব্দুল্লাহিয়ান ইরানের বিপ্লব বার্ষিকী উপলক্ষে আজ একটি ভিডিও বার্তা দিয়েছেন। ওই ভিডিও অভিনন্দন বার্তায় তিনি বলেছেন: ইরান কখনোই আলোচনা কিংবা কূটনীতি থেকে দূরে ছিল না। যৌথ স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি ইরানের সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা ও কূটনীতি চালিয়ে যাওয়ার পরিকল্পনা ইরানের গুরুত্বপূর্ণ এজেন্ডায় রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: আমেরিকা এবং তাদের তিন ইউরোপীয় মিত্র দেশ প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারপরও ইরান আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথেও ইরান সহযোগিতা অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।