ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস
সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ইরানকে ধ্বংস করতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন কংগ্রেসে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও'র প্রতি সমর্থন জানিয়ে যে প্রস্তাব পাস করা হয়েছে সে বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শনিবার) বলেছেন- এই প্রস্তাব থেকে এটা প্রমাণিত হয়েছে যে তারা এখনও সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।
তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী এমকেও'র সমর্থনে মার্কিন কংগ্রেসের প্রস্তাবের কোনো গুরুত্ব নেই। এর মাধ্যমে মার্কিন সরকার আবারও প্রমাণ করেছে তারা দায়েশ বা আইএস গোষ্ঠীসহ সন্ত্রাসবাদকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রক্রিয়ায় তারা ইরানকে ধ্বংস করতে চায় যেমনিভাবে তারা আইএস-কে ব্যবহার করে সিরিয়া ও ইরাককে ধ্বংসের চেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, মার্কিন কংগ্রেসের ১৬৫ জন সদস্য সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠী এমকেও'র প্রতি সমর্থন জানিয়েছে। এটা থেকে সন্ত্রাসবাদের সঙ্গে মার্কিন শাসক শ্রেণীর গভীর সম্পর্ক ও বন্ধনের বিষয়টি আবারও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।