গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে ফিলিস্তিনি-সমর্থিত যেকোনো উদ্যোগকে ইরান সমর্থন করে
https://parstoday.ir/bn/news/iran-i152908-গাজায়_ইসরায়েলি_গণহত্যা_বন্ধে_ফিলিস্তিনি_সমর্থিত_যেকোনো_উদ্যোগকে_ইরান_সমর্থন_করে
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের সমর্থিত যেকোনো উদ্যোগকে তার দেশ সমর্থন করে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১২, ২০২৫ ১৬:৫৯ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ
    ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের সমর্থিত যেকোনো উদ্যোগকে তার দেশ সমর্থন করে।

ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দুই দিন পর রোববার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে কলিবাফ এই মন্তব্য করেন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি অপহৃতদের সঙ্গে বিনিময়, দখলদার বাহিনীর গাজায় একটি সম্মত বিন্দুতে প্রত্যাহার এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেয়া হবে।

কলিবাফ বলেন যে ইরান ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ সংগঠনগুলোর জরুরি দাবির ওপর জোর দেয় যার মধ্যে রয়েছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করা। সেইসাথে ভূখণ্ড দখল এবং ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের  পাশাপাশি  উপত্যকার অবরোধ প্রত্যাহার এবং খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশের জন্য ক্রসিং পুনরায় চালু করা।

কলিবাফ বলেন,  ইসলামি প্রজাতন্ত্র ইরান গাজায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা বন্ধ করার জন্য ফিলিস্তিনি জনগণের সমর্থিত যেকোনো উদ্যোগকে সমর্থন করে। সংসদ স্পিকার আরো উল্লেখ করেছেন যে গাজা যুদ্ধবিরতি হামাসকে নির্মূল এবং বলপ্রয়োগের মাধ্যমে বন্দীদের মুক্ত করে নেয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার পরাজয়।

কলিবাফ বলেন,  "দুই বছরের গণহত্যা, দুর্ভিক্ষ এবং নারী ও শিশু হত্যার পর, গাজার জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের অক্ষের সমর্থন বিশ্বকে একবিংশ শতাব্দীর নাৎসিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য করেছিল এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে পরাজয় মেনে নিতে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছিল যা তাদের ঘোষিত কোনও লক্ষ্যই পূরণ করেনি,"

কলিবাফ আরও জোর দিয়ে বলেন যে ফিলিস্তিনি জাতি উচ্চ মানবিক মূল্য বহন করার পরেও অপরাধী শাসক গোষ্ঠীর ওপর তার দাবি আরোপ করেছে। তিনি বলেন, "ইসরায়েলি অপরাধীরা বিচ্ছিন্ন এবং ঘৃণ্য, যখন ফিলিস্তিন গর্বিত এবং স্বাধীন।" এদিকে, তিনি বিশ্বের সরকারগুলো এবং আন্তর্জাতিক আদালতকে গাজায় গণহত্যা সংঘটিত এবং সহায়তাকারী অপরাধী ইসরায়েলি কর্মকর্তা এবং অন্যান্যদের বিচারের জন্য আহ্বান জানিয়েছেন। সংসদ স্পিকার বলেন, ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধ অক্ষ সজাগ এবং গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী যেকোনো প্রতারণামূলক কাজ বা অনুশীলনের প্রতিশোধ নিতে প্রস্তুত।#
 

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।