পারস্য উপসাগরে ইরানিদের দিকনির্দেশনাকে গুরুত্ব দেয় আমেরিকা: আইআরজিসি
-
তাংগসিরি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর গোটা ইরানি জাতির কাছে পবিত্র।
আজ (সোমবার) ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র পারস্য উপসাগর কেন্দ্রের পাঁচটি প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলী রেজা তাংসিরি আরও বলেছেন- ইরানের শত্রুরা পারস্য উপসাগরে ঢোকার সময় আইআরজিসি'র হুঁশিয়ারির প্রতি গুরুত্ব দেয়, তারা সে অনুযায়ী চলাচল করে। পারস্য উপসাগরের বিশাল উপকূল অধ্যুষিত হরমুজগান প্রদেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাও সব সময় এই প্রদেশের গুরুত্বের বিষয়টি উল্লেখ করে থাকেন। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ছাড়াও মাকরান উপকূলের বড় অংশের সঙ্গে এই প্রদেশের সংযুক্তি রয়েছে।
তিনি পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রতি ইঙ্গিত করে বলেন- ইরানিদের দৃঢ়তার কারণে শত্রুরা পারস্য উপসাগরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দিকনির্দেশনার প্রতি গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।