ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:৪৭ Asia/Dhaka
  • আইআরজিসির নৌবাহিনীর হেলিকপ্টারে নৌ-মাইন সংযোজন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী নিজের হেলিকপ্টারগুলোকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নৌ-মাইনে সজ্জিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে আইআরজিসি’র নৌবাহিনী।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’তে সম্প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে দেখা গেছে, আইআরজিসির নৌবাহিনীর হেলিকপ্টারগুলি এখন মাইন পাতানোর অভিযান পরিচালনা করতে সক্ষম এবং শত্রুর সাবমেরিন ধ্বংস করতে সাগরে স্বয়ংক্রিয় বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করতে পারে।

প্রামাণ্য চিত্রে দেখা যায়, সোভিয়েত নির্মিত একটি এমআই-১৭ হেলিকপ্টার থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় পারস্য উপসাগরের উপকূলে দেশে তৈরি মাহাম-২ মাইন অবমুক্ত করা হচ্ছে। ইরানে তৈরি এই নৌ-মাইনে ৩৫০ কেজি ওজনের বিস্ফোরক রয়েছে। আর এতে বসানো আছে সনিক এবং ম্যাগনেটিক সেন্সর। মাহাম-২ মাইন সাগরে ১০ থেকে ৫০ মিটার গভীর পর্যন্ত জলরাশিতে পেতে রাখা যায় এবং তা সাবমেরিনসহ ২৫০ টন পর্যন্ত ওজনের যেকোনো নৌযানকে ধ্বংস করতে সক্ষম। 

এর আগে আইআরজিসি’র নৌবাহিনীর হেলিকপ্টারগুলোকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েক ধরনের ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়।এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র নূর, ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কাদের ক্ষেপণাস্ত্র এবং এস-৫ ৫৭ ক্যালিবার রকেট লঞ্চার।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ