ইরানে প্রথমবারের মতো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
(last modified Thu, 16 Feb 2023 07:18:25 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির একদল সদস্য
    ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির একদল সদস্য

ইরানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি সম্মেলন।

‘স্ট্রং ইরান’ বা ‘শক্তিশালী ইরান’ নামক তিন দিনব্যাপী ওই সম্মেলনে সংকটের মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

দুর্যোগের মুহূর্তে যাতে সংস্থাগুলো সঠিক উপায়ে তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি সম্মেলনে দেয়া বক্তৃতায় তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের কথা স্মরণ করেন এবং ইরানকে ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করতে হবে।

ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট অনুযায়ী, প্রাকৃতির দুর্যোগের দিক দিয়ে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে ইরান। বিগত ৩০ বছরে ইরানে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ৮০,০০০ মানুষের প্রাণহানি হয়েছে।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ