ইসরাইলি মন্ত্রীর বর্ণবাদী ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i120964-ইসরাইলি_মন্ত্রীর_বর্ণবাদী_ও_উস্কানিমূলক_বক্তব্যের_তীব্র_নিন্দা_জানাল_ইরান
ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রীর ফিলিস্তিন বিরোধী ‘বর্ণবাদী ও উস্কানিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ নিন্দা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২২, ২০২৩ ১৪:৩১ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রীর ফিলিস্তিন বিরোধী ‘বর্ণবাদী ও উস্কানিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ নিন্দা জানান।

পোস্টে তিনি বলেন, এ ধরনের বক্তব্য পরিষ্কারভাবে জর্দানসহ সবগুলো আঞ্চলিক দেশের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকারের আগ্রাসী ও লোলুপ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায়। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকে বিজয়ের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ গত সোমবার দাবি করেন, ফিলিস্তিনি জনগণ, ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কোথাও নেই। তিনি আরো বলেন, “ফিলিস্তিনি জনগণ হচ্ছে বিগত শতাব্দির একটি আবিষ্কার।” ইসরাইলি মন্ত্রী বলেন, “আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরাইলি ভূমিতে প্রতিস্থাপন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা।” এটিকে ওই ইসরাইলি মন্ত্রী ‘ঐতিহাসিক বাস্তবতা’ বলে বর্ণনা করেন।

ইসরাইলি মন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন ১৯৪৮ সালের আগে পৃথিবীতে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল নামক একটি জারজ রাষ্ট্রের জন্ম দেয়।

এর আগে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াও উগ্র ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওই মন্ত্রী একটি ‘বর্ণবাদী মতাদর্শ’ প্রচার করছেন।#

 পার্সটুডে/এমএমআই/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।